সাউথইস্ট সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে উক্ত এলাকার ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
এ সময় এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রধান সমন্বয়ক ওয়াহিদ হোসেন সিদ্দিকী এবং সাউথইস্ট বিজনেস স্কুলের প্রভাষক এস এম রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন। সাউথইস্ট সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি সাব্বির খান সহ ক্লাবের সদস্যরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করে। ক্লাবের মডারেটর বাহরিন খান এবং সহকারী মডারেটর উম্মে মুনমুন বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।