রাবি রহমতুন্নেসা হলের বর্ধিতাংশ উদ্বোধন
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রহমতুন্নেসা হলের বর্ধিত অংশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। হলের প্রাধ্যক্ষ প্রফেসর রুকসানা বেগম এতে সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ হল প্রাধ্যক্ষগণসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত, হলের বর্ধিতাংশে প্রায় একশত শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে।