ঢাবিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল (২ জানুয়ারি ২০২০) বৃহস্পতিবার টিএসসি চত্বরে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

‘পালাবদল ৯৩’ সংগঠনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের লালন কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব মূল্যবোধ ধারণ করে লিঙ্গ বৈষম্য নিরসন ও সুস্থ সমাজ বিনির্মাণে কাজ করার জন্য তিনি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্য ‘পালাবদল ৯৩’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পছন্দের আরো পোস্ট