মোরেলগঞ্জে ৭৪ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)।

নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন  মাধ্যমিক ও দাখিল এবতেদায়ী স্তরের ৫শ’ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষাথী। পেলেন ৬ লাখ ৭৩ হাজার ৩শ’ ২২ কপি নতুন পাঠ্য বই। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বুধবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বই উৎসবের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন

Post MIddle

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, এবারে এবাতেদায়ী,স্বতন্ত্র ও সংযুক্ত শাখায় ১০ হাজার ১শ’ ১০ শিক্ষার্থী ৭২ হাজার ৯শ’ ৮০ কপি পাঠ্যবই। দাখিল মাদ্রাসা শাখায় ১১ হাজার ৪শ’ শিক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ১শ’, মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্তরে ১৯ হাজার ৫শ’ ৩৬ শিক্ষার্থী ২ লাখ ৭৫ হাজার ২০৮ ও ভোকেশনাল শাখায় ৬শ’ শিক্ষার্থীর মাঝে ১১হাজার ৬শ’ পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান জানান, প্রাথমিক স্তরে ৩শ’ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি ১১টি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ১৩১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ১ লাখ ৪৮হাজার ৫৩৪ পাঠ্য বই।##

পছন্দের আরো পোস্ট