আমতলী কামিল মাদ্রাসায় ডিজিটাল ক্যাম্পাসের উদ্ধোধন
মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ডিজিটাল ক্যাম্পাস উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এ ডিজিটাল ক্যাম্পাসের উদ্ধোধন করেন।
এ উপলক্ষ্যে মাদ্রাসা ক্যাম্পাসে উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ সাত্তার আকন, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের , শরনখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মহিউদ্দিন, নেটিজেন আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ মুন্না।
বাংলাদেশের সর্বাধিক ব্যবহ্নত বৃহৎ আইটি সেক্টর নেটিজেন আইটি লিমিটেডের কারিগরি সহযোগীতায় মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধায়নে ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,ডিজিটাল হাজিরা ও ডিজিটাল ক্যাম্পাস অনুষ্ঠান পরিচালনার করেন সহকারী অধ্যাপক (ইংরেজী) মো.টিপু সুলতান। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।##