রাবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪২৬ অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের সভাপতি বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী বিপুল কুমার।

অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও আমন্ত্রিত শিল্পীদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করেন। সেখানে অতিথি ও শিল্পীবৃন্দ জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্মারকপত্রের পাঠও উন্মোচন করেন। এই আয়োজনে সভাপতিত্ব করেন টিএসসিসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসিবুল আলম প্রধান।

পছন্দের আরো পোস্ট