ঢাবি বিজয় একাত্তর হল প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বিজয় দিবস উদযাপন, প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান এবং বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রভোস্ট অ্যাওয়ার্ড, স্বর্ণপদক ও সার্টিফিকেট বিতরণ করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কেএএস মুরশিদ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন বীরাঙ্গনা কানন গোমেজ এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক এ কে এম খাদেমুল হক।

Post MIddle

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য প্রভোস্ট গোল্ড মেডেল পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. এরশাদুল হক। এছাড়া, হলের ১১জন শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন। অনুষ্ঠানে হলের ৪৫জন মেধাবী শিক্ষার্থীকে দরিদ্র মেধাবৃত্তি এবং ৭৬ জন শিক্ষার্থীকে বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উপাচার্য অসাম্প্রদায়িক, মানবিক ও উদার নৈতিক মূল্যবোধ ধারণের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি দক্ষতা ও জ্ঞানার্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট