রাউজান সাহিত্য পরিষদের আলোচনা সভা

নিজাম উদ্দিন রানা।

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, দেশবরেণ্য বুদ্ধিজীবি, সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য, রাউজানের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে ‘ চিরঞ্জীব অধ্যপক মোহাম্মদ খালেদ, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল দক্ষিণ রাউজানস্থ নোয়াপাড়া পথেরহাটের স্কুল মার্কেটে প্রিয় কাগজ ও রাউজানটাইমস পত্রিকার কার্যালয়ে গত (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্টিত হয়।

Post MIddle

সংগঠনের সভাপতি মো: মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন ব্যাংকার, সংগঠক মফজল হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি, সংগঠক সাইদুল ইসলাম, স্যোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সাহিত্য পরিষদের সি.সহ সভাপতি স.ম জাফর উল্ল্যাহ, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়্যদ, আওয়ামীলীগ নেতা সুজিত বড়–য়া, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সদস্য আব্দুল্লাহ আল রোমান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সৈয়্যদ মোহাম্মদ আব্দুল্লাহ রশিদী, মোজাদের আলম, অর্থ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, তথ্য ও গভেষণা সম্পাদক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, মোহাম্মদ আবু বক্কর আরফাত, হাফেজ ইফতেখার মাহমুদ চৌধুরী, জুনাইজ উল্লাহ, মো: সাইদুল ইসলাম, অনিক ভট্টচার্য্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ বহু গুণে গুনান্বিত হয়ে সমাজের এক বটবৃক্ষ হিসেবে আমৃত্যু জ্ঞানের সৌরভে বিমোহিত করে রেখেছিলেন সমাজকে। জীবন ও কর্মের মাধ্যমে তিনি যুগ যুগ ধরে বেঁেচে থাকবেন মানুষের অন্তরে। বক্তারা গুনীজনদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চির জাগরুক করে রাখার মানসে অধ্যাপক মোহাম্মদ খালেদের নামে রাউজানের যে কোনো একটি সড়কের নামকরণের দাবী জানান।

পছন্দের আরো পোস্ট