জাবি ১৩তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩-তম ব্যাচের পুনর্মিলনী আজ মহাসমরোহে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এবার তাদের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সোচ্চার রবো আজীবন।’
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাফেটেরিয়া চত্বরে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত ভাষণে উপাচার্য বলেন, ক্যাম্পাসের প্রতি ভালোবাসার টানে প্রচন্ড শীত উপেক্ষা করে ১৩-তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটা খুবই আনন্দের বিষয়।
আমরা মনে করি প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়নমূলক অনেক কাজ করতে পারে। আমাদের শিক্ষার্থীরা সকলে বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা দূত হিসেবে দেশ ও বিদেশে কর্মক্ষেত্রে অবদান রেখে চলেছেন। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। পরে উপাচার্যের নেতৃত্বে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ১৩-তম ব্যাচের তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ গ্রহণ করে। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।