চুয়েটে ১ম বর্ষের ওরিয়েন্টেশন ৫ ফেব্রুয়ারি
চুয়েট প্রতিনিধি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ এর ছাত্র-ছাত্রীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২০ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। একইসাথে আগামী ০৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২০ স্ব-স্ব বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার), ২০২০ হতে লেভেল-১ (প্রথম বর্ষ) এর ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিনই ৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২০ আবাসিক হলের আসন বরাদ্দ দেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর (সোমবার), ২০১৯ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৮৯০ আসনের (১১ টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন) বিপরীতে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০ হাজার ৯৭২ জন প্রার্থীর মধ্য থেকে মোট ৮ হাজার ৪৮১ জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২২ অক্টোবর, ২০১৯ প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়।