ঢাবি উপাচার্য নেপাল সফর শেষে দেশে ফিরেছেন

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল (২১ ডিসেম্বর ২০১৯) শনিবার সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফিরেছেন। নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার ৪-দিনের এক সরকারি সফরে নেপাল গমণ করেন। গত ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post MIddle

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নেপালের প্রধানমন্ত্রী এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মি. কেপি শর্মা অলির সঙ্গে গত ২০ ডিসেম্বর ২০১৯ তাঁর কাঠমুন্ডুস্থ সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখরেল, ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ধর্ম কে. বাসকোটাসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মত বিনিময় করেন।

পছন্দের আরো পোস্ট