কুয়েটে বার্ণিং নিডস অফ দ্যা এজ শীর্ষক ওয়ার্কশপ
কুয়েট প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৪র্থ “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০১৯)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এর অংশ হিসেবে আজ ( ২১ ডিসেম্বর ) শনিবার “ইউনিভার্সিটি-ইন্ড্রাস্ট্রি কোলাবোরেশনঃ বার্ণিং নিডস অফ দ্যা এজ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স লার্নিং থিয়েটারে সকাল ১০ টায় ওয়ার্কশপের উদ্বোধন করেন ইআইসিটি ২০১৯ এর চেয়ার ও ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। ওয়ার্কশপ অর্গানাইজিং কমিটির চেয়ার ও ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. শেলিয়া শাহনাজ।
ওয়ার্কশপে টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপন করেন কুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ডেপুটি ডাইরেক্টর (প্রোজেক্ট) প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নিমাই চন্দ্র কর্মকার, বাংলাদেশ নেভির বিএন ডকইয়ার্ড এর জেনারেল ম্যানেজার (এডমিন) ড. মুন্সি মাহবুবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং মংলা সিমেন্ট মিলস লিঃ এর প্রধান প্রকৌশলী এস. এম. আবুল হোসেন। ওয়ার্কশপে দেশ বিদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক, ১৯ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।