উদ্বোধন হলেো রাবির আমীর আলী হলের মুক্তমঞ্চ ও অতিথি কক্ষ
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ আমীর আলী হলে মুক্তমঞ্চ ও অতিথি কক্ষ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান হলের মুক্তমঞ্চ ও অতিথি কক্ষ উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম সহ উপস্থিত ছিলেন প্রক্টর মো. লুৎফর রহমান, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী-কর্মকর্তাবৃন্দ প্রমুখ।