দরিদ্র ও অসহায় মানুষদের পাশে শাবিপ্রবির ‘কিন’

শাবিপ্রবি প্রতিনিধি।

সারাদেশে জেঁকে বসেছে শীত। কোন কোন অঞ্চলে বইছে মৃদু শৈতপ্রবাহ। শীতের এই তীব্রতা প্রকট হওয়ার সাথে সাথে বাড়ছে দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।

Post MIddle

“কিন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’ ১৯” এর অংশ হিসেবে গতকাল (১৯ ডিসেম্বর) স্কুলের ৯০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র পাশাপাশি প্রত্যেককে শীতের সুরক্ষার জন্য ভেসলিন প্রদান করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে আজ (২০ ডিসেম্বর) সিলেটের কেওড়াছড়া চা বাগানের ১০৪ জন শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

“আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে কিন। কিনের সভাপতি নাফিজ ইমতিয়াজ জানান, কিন সবসময়ই চেষ্টা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কাজ করতে। কিনের সাথে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতেও সকলকে কিনের পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পছন্দের আরো পোস্ট