নতুনধারার শীতবস্ত্র প্রকল্পতে দান করুন
মোমিন মেহেদী।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘নতুনধারার শীতবস্ত্র প্রকল্প’তে দান করুন। মানুষ মানুষের জন্য নিবেদিত থাকার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য নতুনধারার রাজনীতি। প্রতি বছরের এবারও শীতার্তদের জন্য ‘নতুনধারার শীতবস্ত্র প্রকল্প’তে দান করতে ০১৭৯৫৫৬৮১৩৭-এ বিকাশ ও ০১০১১৫৬৬৯৮১৬ জনতা ব্যাংকের এই একাউন্টে সেন্ড করুন। এছাড়াও সরাসরি ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে দান করতে পারেন।
‘নতুনধারার শীতবস্ত্র প্রকল্প’ গঠনকল্পে ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠত সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব হাসিবুল হক পুনম, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, প্রমুখ বক্তব্য রাখেন।