সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ২২তম আইসিসিআইটি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিসিআইটি ২০১৯ এর উদ্বোধনী অধিবেশন ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, ডার্টমাউথ, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মোহাম্মদ এ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ এইচ রশিদ এবং আইইইই বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।

Post MIddle

স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন টেক্সাসের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ এস আলম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের ১৩ জন বিশিষ্ট গবেষক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন।

উদ্বোধনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন এসইইউ’র ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুহিবুল হক ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

পছন্দের আরো পোস্ট