সমাবর্তনের অপরুপ সাজে খুবি ক্যাম্পাস
নওরিন আহমেদ নোভা,খুবি প্রতিনিধি।
আগামী (২২ ডিসেম্বর) রবিবার অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় শেষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হচ্ছে অপরুপ সাজে।দিন রাত চলছে কাজ।ফুলের সমাহার শোভা পাচ্ছে মূল গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাসেই।
শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ২২ টি উপ-কমিটি নিরন্তর প্রচেষ্টা করছে স্ব স্ব কমিটির কার্যাদি সম্পন্নে।কর্মচারীবৃন্দও নিজ দ্বায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট। স্টিয়ারিং কমিটি এবং অর্গানাইজিং কমিটি সার্বিক প্রস্তুতি তত্বাবধানে ও পর্যালোচনা করছে।সার্বিক নিরপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠানস্থল সহ সম্পূর্ণ ক্যাম্পাসে নিরাপত্তা মনিটরিং এর আওতায় নেওয়া হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয় এখন উৎসবমূখর।
এদিকে সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির নিরাপত্তা সহ সকল বিষয়াদি নিয়ে গতকাল স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাথে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় সকল দিক নির্দেশনা দেওয়া হয়।সমাবর্তনের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চান্সেলর রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ।সমাবর্তনের মূল অনুষ্ঠান পূর্বে বেলা ২:০৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত বঙ্গবন্ধু মূর্যাল ‘কালজয়ী মুজীব’ উদ্বোধন করবেন।
সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে বেলা আড়াইটায়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ এর কয়েকজন সদস্য, খুলনা সিটি করপোরেশন এর মেয়র,সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সামরিক ও বেসামরিক, বিভাগীয়, জেলা পর্যায়ের প্রসাশন,বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙখলা বাইনী ও সংস্থার কর্মকর্তাবৃন্দ,নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান ও ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার সমাবর্তনে ৪৪৭৮ জনকে স্নাতক, ২৫৩০ জনকে স্নাতকোত্তর, ৫জনকে এম ফিল ও ৮ জনকে পিএইচডি এবং ১৭ জনকে পোস্ট -গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের পরীক্ষার ফলাফলের অসাধারণ কৃতিত্বের জন্য ২৩ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হবে।