ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. এয়াকুব
ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এয়াকুব আলী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসাইনের মেয়াদ শেষ হওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে গত ১১ডিসেম্বর তিনি এ দায়িত্ব পান। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অধ্যাপক ড. নাসির উদ্দীন মিজা’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রোভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মামুন, ইসলামের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসাইন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসাইন সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।