নর্দান ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে উদযাপিত হলো বিজয় দিবস। রোববার (১৫ ডিসেম্বর) নর্দান ইউনিভার্সিটির বানানী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, চেয়ারম্যান, এনইউবি ট্রাস্ট। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুন নূর তুষার, সিইও, নাগরিক, টিভি।
অনুষ্ঠানে সভপত্বিত করেন প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপাচার্য, নর্দান ইউনিভার্সিটি। অনুষ্ঠান সহযোগিতায় ছিল গোল্ডেন কিড্স ওয়েলফেয়ার ফাউন্ডেশান, সোসাইটি অফ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিষ্টস ও নিউভিশন।
এতে প্রায় ৭০জন শিশুসহ তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এশটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন এবং পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তারা।