কুবির বঙ্গবন্ধু হলে বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি:

‘এসো আজ যুক্তির মিছিলে, মুক্তির গান গাই’ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় ও সভাপতি জোবায়ের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট মোঃ জিয়া উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ মোস্তাকিম, দপ্তর সম্পাদক অর্ণব তালুকদার প্রমুখ।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে হলটির প্রভোস্ট মোঃ জিয়া উদ্দিন বলেন- ‘বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার আঁধার হিসেবে বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্ক চর্চাই নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে সমাজ ও দেশের জন্য পরিবর্তনশীল চিন্তা করতে শেখায়।’

প্রতিযোগিতায় ব্যাচ ভিত্তিক মোট পাঁচটি দল- প্রত্যয়-৪৭ (১০ম ব্যাচ), দুর্বার-৬৯ (১১তম ব্যাচ), বিজয়-৭১(১২তম ব্যাচ), চেতনা-৫২ (১৩তম ব্যাচ), আন্দোলিত-৬৬ (১৩তম ব্যাচ) নামে অংশগ্রহণ করছে।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

পছন্দের আরো পোস্ট