কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স
কুবি প্রতিনিধি:
আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মার্কেটিং বিভাগকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে বিভাগটি।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, শাখা ছাত্রলীগ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলায় উৎসাহ যোগায়।
ফাইনালে ৩ সেটের খেলায় ২-০ তে ফিন্যান্স বিভাগের কাছে পরাজিত হয় মার্কেটিং বিভাগ। ‘ম্যান অব দ্যা ফাইনাল’ নির্বাচিত হন ফিন্যান্স বিভাগের সৈয়দ আজহারুল ইসলাম আবিদ।