খুবির ব্যবসায় প্রশাসন বিভাগে বিদায় অনুষ্ঠান
খুবি প্রতিনিধি।
আজ (১২ ডিসেম্বর ২০১৯) খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমেকি ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের বিবিএ ১৬ ব্যাচ এবং এমবিএ ১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন এস এম জাহিদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন, সহযোগী অধ্যাপক মো. মর্তুজা আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ রিয়াজ উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে ১৯ ব্যাচের ইনতিসার আনিস সাহস, তৌফিকুল আলম বৃন্ত, ১৭ ব্যাচের সৈয়দ শামিম হাসান, আওসানা আখতার তুলি এবং ১৬ ব্যাচের সাদিকুর জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।