মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি।

আজ (১২ ডিসেম্বর ২০১৯) বৃহস্পতিবার মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন-এর নেতৃত্বে রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস্থ মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন।

Post MIddle

এর পর পৃথকভাবে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, অফিসার্স এসোসিয়েশন, ভাসানী পরিষদ, মাওলানা ভাসানী পরিবার ও ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণশেষে মাজার প্রাঙ্গনে বিশেষ দোয়া করা হয়।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী

পছন্দের আরো পোস্ট