ঢাবি উপাচার্যের সঙ্গে চীন প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি।
চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ড. লিউ উই-এর নেতৃত্বে ৮সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সেঞ্জেস-এর পরিচালক ড. ঝু জেনচেন-এর নেতৃত্বে ৬সদস্য বিশিষ্ট পৃথক একটি প্রতিনিধিদল গতকাল (১১ ডিসেম্বর ২০১৯) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক চেং ওয়েনকিং, চায়না ইউনিভার্সিটি অব মিনিং এন্ড টেকনোলজির অধ্যাপক ইউ উই, উহান ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ইং শিয়ং ওই, সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সেঞ্জেস-এর প্রধান অর্থনীতিবিদ চেন ওয়েন লিং, ড. রেন হ্যাপিং, ড. ঝেন মোনান, ড. লি ফেনগেন্ড এবং ড. মেই গুয়ানকুন।
পৃথক পৃথক বৈঠককালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সেঞ্জেস-এর পরিচালক ড. ঝু জেনচেন ঢাকাস্থ বিভিন্ন চীনা কোম্পানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ইন্টার্ণশিপ প্রোগ্রাম’ চালুর ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এই আগ্রহের জন্য উপাচার্য তাকে ধন্যবাদ দেন। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।