ইবিতে ছাত্র মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবি প্রতিনিধি।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় আনন্দ র্যালি করে শাখা ছাত্র মৈত্রী। এর আগে ৬ ডিসেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে তারা।
শনিবার দলীয় টেন্ট থেকে শুরু হয় আনন্দ র্যালি। এসময় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে কেক কাটে নেতাকর্মীরা।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘শিক্ষাঙ্গনে ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধসহ সকল কায়েমি স্বার্থকে পরাস্ত কর, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-শিক্ষক-জনতার ঐক্য গড়ে তোল’।