ইবি রোভার স্কাউটের সভাপতি আজাদ সম্পাদক মুসা

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদকে সভাপতি ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমীকে সাধারণ সম্পাদক হিমেবে মনোনয়ন দেয়া হয়েছে। পরে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ কমিটি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

Post MIddle

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শামিমুল ইসলাম, সোনালী আক্তার, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তা হাবিবুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এ এইচ ওয়ালিউল্লাহ, দপ্তর সম্পাদক তারেক রেজা খান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক খান, সাংস্কৃতিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস মীরা, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাদিয়া সুলতানা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দিদারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহিনুর ই রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক জিয়াউর রহমান আরিয়ান, পরিকল্পনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, শ্রী বিকাশ চন্দ্র রয়, ওয়াহেদ আলী ।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভাররা বিশ্ববিদ্যালয়ের সকল স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছে।

পছন্দের আরো পোস্ট