ঢাবি চারুকলা অনুষদে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯’ গত (৪ ডিসেম্বর ২০১৯) বুধবার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আলভী, মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান দেবাশীষ পাল এবং প্রদর্শনীর আহবায়ক মো. রবিউল ইসলাম। এই প্রদর্শনী আগামী ৮ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।