কম্পিউটার হার্ডওয়ার প্রশিক্ষণের সমাপনি ও সনদ বিতরণ
মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য ২০১৯-২০ অর্থবছরের ১৫ দিন ব্যাপি কম্পিউটার হার্ডওয়ার প্রশিক্ষণের সমাপনি ও সনদ বিতরণ করা হয়েছে।
এ বিতরণী উপলক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার এডুকেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বুরো (ব্যানবেইজ)এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও আল আমিন তালুকদার । এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ ও সনদ গ্রহন করেন।#