সাদার্ন শিক্ষার্থীদের বাকলিয়া বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।

সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চট্রগ্রামের বাকলিয়ার ১৩২/৩৩ কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।

Post MIddle

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইঞ্জিনিয়ার আশুতোষ নাথের তত্ত্বাবধানে দিনব্যাপী এই সফরে বিভাগের শিক্ষকবৃন্দসহ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী ইঞ্জিনিয়ার মুহাম্মদ রিয়াজ উদ্দিন এবং সঞ্জিত বসাক বাকলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

পরে শিক্ষার্থীদের নিয়ে উপকেন্দ্রের অপারেশন রুম, কন্ট্রোলরুম, সুইচগিয়ার সেন্টারসহ যাবতীয় যন্ত্রপাতি ঘুরে দেখান ও এসব যন্ত্রপাতির কলাকৌশল সম্পর্কে অবহিত করেন। এ সময় শিক্ষার্থীরা বাকলিয়া গ্রিড উপকেন্দ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট