কুবিতে সমাবর্তনকে সামনে রেখে ফানুস উৎসব
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিতব্য অভিষেক সমাবর্তনকে সামনে রেখে ফানুস উৎসব আয়োজিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাবর্তনের প্রচার উপ-কমিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত থেকে ফানুস উড়িয়ে শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
এছাড়াও সমাবর্তন প্রচার উপ কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ তারিখ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে আগামী ৭ ডিসেম্বর ২০১৯ (শনিবার) তারিখ পর্যন্ত যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন নির্ধারিত গ্র্যাজুয়েটরা।