ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী
ঢাবি প্রতিনিধি।
‘এখানে জীবন ফুরায় না, কেননা এখানে ভালোবাসা অফুরান’ স্লোগানকে ধারন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১০দিনব্যাপী রজত জয়ন্তী ও কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গতকাল (১ ডিসেম্বর ২০১৯) রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘একতালা দোতালা’ এবং ‘একুশের গল্প’ নাটক মঞ্চস্থ হয়। দশ দিনব্যাপী এই নাট্যোৎসবে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন এবং নাটমন্ডল মিলনায়তনে ১৭টি নাটক মঞ্চস্থ হবে। শো’ শুরু হবে প্রতিদিন সন্ধ্যে ৬টায় ।