এশিয়ায় ১৩৫তম ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি।

এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিং ২০২০-এ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে।

এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৫তম। যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংঙ্কিং মূল্যায়ন প্রতিষ্ঠান ‘কিউএস’-এর ওয়েবসাইটে গত ২৬ নভেম্বর ২০১৯ ,মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

র‌্যাংঙ্কিং উন্নয়নে শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিতকরণসহ নানাবিধ প্রয়াসের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সফলতা অর্জন করে। বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা, উদ্ভাবন,স্নাতকদের কর্মক্ষমতা, একাডেমিক খ্যাতি, অনুষদ সদস্যদের গবেষণা প্রকাশনাসহ অন্যান্য বিষয় বিবেচনা করে এই র‌্যাংঙ্কিং করা হয়েছে।

পছন্দের আরো পোস্ট