ইস্ট ওয়েস্টে নতুন এডমিশন অফিস ও লেকচার গ্যালারি

নিজস্ব প্রতিবেদক।

ভর্তি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের আরো সহজে ও সুন্দর সেবা দিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ‘এম এ মুমিন’ এডমিশন অফিসের উদ্বোধন করেছে। সেইসাথে আরো সুন্দরভাবে ক্লাশ, সভা, সেমিনারের জন্য একইসাথে চালু করেছে ‘জালালউদ্দিন আহমেদ’ লেকচার গ্যালারি।গত (২৮ নভেম্বর ২০১৯) বৃহস্পতিবার এসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধানগণ। আধুনিক এসব অফিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আরো সহজ এবং উন্নত সেবা দেয়া যাবে বলে বলে প্রত্যাশা করেন তাঁরা।

পছন্দের আরো পোস্ট