ড. এএফএম মফিজুল ইসলাম সাউথইস্টের নয়া উপাচার্য

নিজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর জনাব মো: আবদুল হামিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামকে নিয়োগ দিয়েছেন এবং তিনি গতকাল (২৪ নভেম্বর ২০১৯) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।

Post MIddle

ইতোপূর্বে অধ্যাপক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

তিনি ৯ জানুয়ারি ২০১৭ থেকে ২৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৫০ এরও আধিক গবেষনাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

পছন্দের আরো পোস্ট