ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ (২২ নভেম্বর ২০১৯) শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর বিজ্ঞান ইউনিটে ৬,৫০০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪,০৯৪ জন।