গ্রিনগুরু অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক জাবেদ হোসেন

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন সম্প্রতি ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ৭ম ইস্টার্ন হিমালয়ান নেচারনোমিক্স ফোরাম ২০১৯ কর্তৃক প্রদত্ত ‘গ্রিনগুরু অ্যাওয়ার্ড’ লাভ করেন।

Post MIddle

গত ৫-৬ নভেম্বর ২০১৯ তারিখে আসামের গৌহাটিতে অবস্থিত হোটেল প্যালাসিওতে বালিপারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। গবেষণা এবং শিক্ষা দানের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষনে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, পূর্ব হিমালয় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষনে যারা নিরলস অবদান রেখে চলেছেন তাদেরকে বিভিন্ন ক্যাটেগরিতে পদক প্রদান করা হয়। সম্মেলনে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, চীন, শ্রীলংকা, ভুটান, নেপালসহ বিভিন্ন দেশের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট