সাউথ এশিয়ান গেমসে অংশ নিবে ইবির যে ৬ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি।

সাউথ এশিয়ান গেমস-২০১৯ এ অংশগ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ শিক্ষার্থী। নেপালে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগীতায় বাংলাদেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীদের মধ্যে ৬ জনই ইবির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

Post MIddle

সূত্র মতে, আগামী ১-১০ ডিসেম্বর সাউথ এশিয়ান গেমস-২০১৯ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাকিব বাস্কেটবল, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিম রোল বল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমন হ্যান্ডবল, প্লাবনী হক হাইজাম্প, তামান্না আকতার ১০০ মিটার হার্ডেলস ও রিংকী খাতুন লংজাম্প ইভেন্টে অংশগ্রহণ করবেন। আগামী ২৯ নভেম্বর নেপালের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমরা পদক জয় করে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মান উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখছি। ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে।’

পছন্দের আরো পোস্ট