ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্থান্তর করেন ইউনিট স্বমন্নয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

Post MIddle

সূত্র মতে, ‘ডি’ ইউনিটের ৫৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ হাজার ৬১৩ জন ভর্তিচ্ছু। এর মধ্যে পাশ করেছে ৩৮৭৭ জন শিক্ষার্থী। পাশের হার প্রায় ২০ শতাংশ। পরীক্ষায় পাশকৃত ভর্তিচ্ছুদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল সহ ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (রঁ.ধপ.নফ) তে পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট