মিউজিয়ামের শহর রিগা
রাসেল আহমেদ।
দক্ষিণ ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়ার রাজধানী শহর রিগা। মাত্র ১.৯ মিলিয়ন মানুষের বসবাস দেশটিতে। যার প্রায় অর্ধেক মানুষই থাকে রিগাতে। লিথুনিয়ার, এস্তোনিয়া, বেলারুশ, রাশিয়া এবং বাল্টিক সাগর বেষ্টিত দেশটিতে বাংলাদেশীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। ইউরোপের অনন্য দেশের তুলনায় কম আয় এবং বিরূপ আবহাওয়া অন্যতম কারন বাংলাদেশী মানুষ না থাকার পেছনে।
রিগাতে ৩০/৪০ জন বাংলাদেশি আছে বলে জানা যায় যাদের বেশির ভাগ হলো শিক্ষার্থী। চমৎকার পরিপাটি, পরিচ্ছন্ন ও প্রসস্থ রাস্তা রয়েছে শহর জুড়ে। ওল্ড টাউনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃীতি দিয়েছে ইউনেস্কো। রিগাকে মিউজিয়ামের শহর ও বলা হয়। তাছাড়া ইউরোপের সর্ববৃহৎ খোলা মার্কেটটি রয়েছে শহরটিতে। যা সোভিয়েত ইউনিয়নের সময়কারে বিমান রিপেয়ারের কাজে ব্যবহার হতো।
তাছাড়া শহটি ইউরোপীয়ান সিটি অব কালচার হিসেবেও পরিচিত। লাটভিয়ার সরকার বিনিয়োগ সহজিকরণ ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে ফলে এখানে ব্যবসা বানিজ্যের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এবং ধীরে ধীরে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীরা বসবাস করতে শুরু করেছে।