কুষ্টিয়ায় পি.এস.সি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া ৪০ লালন লোক সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক শিক্ষা বিদ্যালয় স্কুলের পি.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৪০ লালন লোক সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল হক মঞ্জু বলেছেন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে হলে প্রাথমিক শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার লক্ষ্যস্থলে পৌছা সম্ভব হবে।
১৪নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৪০ লালন লোক সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার বানু তিনি বলেন, ইতিপূর্বে আমাদের  স্কুলের ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করে আসছে। এবারও পি.এস.সি পরীক্ষার্থীরা কৃতিত্বের সহিত পাস করে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে বলে আমি আশা করি।
Post MIddle
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা করিম, লালন লোক সাহিত্য কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমানসহ উক্ত স্কুলের অন্যান্য শিক্ষিকারা। আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা কুষ্টিয়া জেলা প্রতিনিধি, জার্নালিস্ট ভয়েস৭১ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক লালন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, মো: সামরুজ্জামান সামুন।
অনুষ্ঠান শেষে ৭৪ জন পি.এস.সি পরীক্ষার্থীদের প্রত্যেককে ফাইল, স্কেল,ও কলম দিয়ে পুরস্কৃত করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন স্কুলের উক্ত স্কুলের শিক্ষিকা কানিজ ফাতেমা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আতিয়ার রহমান।
পছন্দের আরো পোস্ট