ঢাবি উপাচার্যের সঙ্গে আগা খান একাডেমি প্রতিনিধি দল

ঢাবি প্রতিনিধি।

আগা খান একাডেমির পরিচালক মি. রায় জিন্সলি গত (১২ নভেম্বর ২০১৯) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। একাডেমির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক ফাইজুল মুসা তার সঙ্গে ছিলেন।

Post MIddle

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা আইবি ডিপ্লোমা প্রোগ্রামের সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। আগা খান একাডেমির আইবি ডিপ্লোমা প্রোগ্রামের মান নিরূপণের পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপাচার্য প্রতিনিধি দলকে আশ্বাস দেন।

পছন্দের আরো পোস্ট