ইবিতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ২৫ শতাংশ ভর্তিচ্ছু পাশ করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে এ ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসেন।

Post MIddle

গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪০ টি আসনের বিপরীতে ২২২৩ শিক্ষার্থী ভর্তিচ্ছু আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৮৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৪৬৪ জন ভর্তিচ্ছু। ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (রঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট