
রাবিতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে বক্তৃতা
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ গত সোমবার ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ: যোগসূত্র ও বিস্তার’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় আইবিএস সেমিনার কক্ষে অনুষ্ঠিত বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
সেখানে ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ:যোগসূত্র ও বিস্তার’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইবিএস পরিচালক প্রফেসর জাকির হোসেন।
সেখানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, কথাসাহিত্যিক প্রফেসর হাসান আাজিুল হক, আইবিএস এর প্রাক্তন পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহ্, প্রফেসর স্বরোচিষ সরকারসহ বিশিষ্ট শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইবিএসের পিএইচডি ফেলো ফারজানা নাসরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।