মোরেলগঞ্জ প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ
মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জ শিশু শিক্ষার ভিত্তি মজবুতকরণের লক্ষ্যে তিন দিন ব্যাপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডিজিটাল কনটেইন্ট বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসর মো. কামরুজ্জামান। উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব মিলনায়তনে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রতিনিধি নূর জাহান বেগম। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর হোসের শিকদার , প্রশিক্ষক তাসনিম হোসেন মানজার, উৎপল হাওলাদার, মল্লিক জাকির হোসেন ও মনিকা রানী।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় উপজেলার ৩২ জন প্রধান শিক্ষক অংশগ্রহন করে।