ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের দিবা ক্যাম্প
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের ১৫তম দিবা ক্যাম্প-২০১৯ গত (৯ নভেম্বর, ২০১৯) শনিবার বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ছাত্রী হলের প্রাধ্যক্ষবৃন্দ, আবাসিক শিক্ষকবৃন্দ এবং রেঞ্জার ইউনিটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।