কুবিতে ‘এ’ ইউনিটে ৬৫, ‘বি’ ইউনিটে ৭২ শতাংশ উপস্থিতি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে প্রথমদিনের ভর্তিযুদ্ধ শেষ হলো। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ২০ টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২১ টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট ৮০০ আসনের বিপরীতে যথাক্রমে ২৬৯৭৫ ও ২৮২৯৫ জন আবেদন করে। এদের মধ্যে পরীক্ষায় ‘এ’ ইউনিটে অংশগ্রহণের হার ছিলো ৬৫ শতাংশ এবং ‘বি’ ইউনিটের হার ছিলো প্রায় ৭২ শতাংশ।

উল্লেখ্য, শনিবার (৯ নভেম্বর) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। তিন ইউনিট পরীক্ষা শেষে একত্রে ফলাফল ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর)।

পছন্দের আরো পোস্ট