চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে রজতজয়ন্তী
চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী উদ্যাপন করা হবে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর, ২০১৯ খ্রি.। এ উপলক্ষে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের অ্যালামনাই এসোশিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষকদের এক মতবিনিময় সভা গতকাল ০৫ নভেম্বর, ২০১৯ খ্রি. সকালে অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের ব্যাচের প্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মধাব চন্দ্র দাস, আসাদুজ্জামান রানা, সুদীপ্ত শর্মা ও সুর্বণা মজুমদার, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও অর্থ সম্পাদক নূর উদ্দীন মিলন।