ব্যাংক মডেল কম্পিটিশন

নিজস্ব প্রতিবেদক।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘ব্যাংক মডেল কম্পিটিশন-২০১৯’ এ ‘দি অ্যাটোমিক ক্রু’ দল চ্যাম্পিয়ন হয় এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে ‘অ্যামিগো’ ও ‘অপরাজিতা’ দল। গত শনিবার (২ নভেম্বর) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫টি দলের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Post MIddle

প্রতিযোগিতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। প্রতিযোগিতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হায়দার ও বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগের ডেপুটি মহাব্যবস্থাপক দীপ্তি রানী হাজরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক শাহনূর রহমান, রোজিনা আখতার প্রমুখ।

পছন্দের আরো পোস্ট