কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের সময় বৃদ্ধি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের সময় বৃদ্ধি করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

Post MIddle

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব নির্ধারিত সময় (৪ নভেম্বর) অনুযায়ী যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আগামী ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, কু্বি ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুরু হবে। এদিন সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকেল ৩টায় ‘বি’ ইউনিট’; পরদিন (৯ নভেম্বর) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী যেখানে প্রতি আসনে লড়বে ৬৫ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট cou.ac.bd এই ঠিকানায়।

পছন্দের আরো পোস্ট