কুবিতে ‘ছাতিমতলায় হেমন্ত উৎসব’

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ছাতিমতলায় হেমন্ত উৎসব ১৪২৬ এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ছাতিম গাছের নিচে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের শুরুতেই হেমন্ত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান মো: বেলাল হুসাইন।

Post MIddle

বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিয়াউল হাসান শামীম এবং তামান্না আক্তারের সঞ্চালনায় উৎসবটি উপলক্ষে সন্ধ্যা থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা হেমন্তের উৎসবে মেতে ওঠে।

উৎসবের শুভেচ্ছা বক্তব্যে এর অন্যতম উদ্যোক্তা উক্ত বিভাগের প্রভাষক আলি আহসান বলেন, ‘হেমন্ত বাঙালির আবহমান নবান্নের নতুন ধানের গন্ধ নিয়ে আসে। হেমন্তের প্রকৃতির অন্যতম অনুষঙ্গ ছাতিম ফুল। তাই হেমন্তকে আপন করে নিতে আমাদের এই আয়োজন ছাতিম গাছের তলায়।’

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট